Posts

কবিতা

এপিগ্রাম

May 23, 2024

জালাল উদ্দিন লস্কর

Original Author জালাল উদ্দিন লস্কর

এপিগ্রাম-হাফ-এ ডজন


জালাল উদ্দিন লস্কর 

(১)

বিপদের আভাসে বালিতে  মুখ গুঁজে উটপাখি-
ঘোর বিপদে কেমন হয় বেমক্কা
 যদি তার উষ্ণ কোমল ঠোঁটে ঠোঁট রাখি!

(২)

অযুত নিযুত আশা খেলা করে যায় মনে-
কি খেলা খেলে বিধি অলক্ষ্যে সংগোপনে।

(৩)

 চমৎকার মনোলোভা কোনো ভোরে
ডাক দিও তুমি মনভোলানো সুরে
সংগে সংগে  সাড়া দেবো হাসিমুখে করজোড়ে।

(৪)

তিমির রাত্রি আকাশ কালো মেঘে ছাওয়া
দূরের তারার ক্ষীণ আলোয় তবু তরণী বাওয়া।

(৫)

শেষ হয় না বিসর্জনের পালা-
নির্জন কোণে আশা গুণে গুণে বাড়ে জ্বালা।

(৬)

ইস্টিশনে একলা আমি ঠাঁয় দাঁড়ানো
গাড়ী আসলে চড়বো,আর
শেষ হবে সব পথ মাড়ানো।

তারিখঃ০৬ /৯/২০২০

Comments

    Please login to post comment. Login