পৃথিবীতেও একটা জান্নাত আছে
কপাল গুনে কাছে আসে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
মায়ায় পড়ে থাকে পাশে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
হাজারো সুখে মেতে উল্লাসে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
ভালোবাসার বৃষ্টি ঝরে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
দুঃসময়ে যায় না চলে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
আগলে রাখে সব বিপদে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
মৃত্যু ছাড়া বিচ্ছেদ হয় না তাতে
পৃথিবীতেও একটা জান্নাত আছে
কপাল গুনে কাছে আসে।
61
View