Posts

কবিতা

স্বাধীনতার সুখ

May 9, 2025

Sabrina Akter Nusrath

Original Author রজনীকান্ত সেন

Translated by সাবরিনা আক্তার নুসরাত

64
View

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,

"কুড়েঘরে থাকি কর শিলেপর বড়াই,

আমি থাকি মহাসুখে অট্রালিকা পরে

তুমি কত কষ্ট পাও রোদ,বৃষ্টি, ঝড়ে।"

বাবুই হাসিয়া কহে, "সন্দেহ কি তায়? 

কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।

পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা 

নিজ হাতে গড়া মোর কাঁচাঘর, খাসা।"

Comments