বৃহস্পতিবার হকার The Business Standard দিতে ভুলে গিয়েছিলো। সেদিনই অফিস থেকে ফেরার পথে ইংরেজি পত্রিকাটির বৃহস্পতিবারের ৩২ পৃষ্ঠার ফ্রি কমিক্স সাপ্লিমেন্ট চেরাগি পাহাড়ের মোড় থেকে সংগ্রহ করলাম।
বুম! কমিকস ( সংখ্যা ০৪ ) জমে উঠেছে।
১) মামলেট - মাহাতাব রশীদ / আদ্রিতা কবির
ইয়াং এক কাপলের নিত্যদিনকার মজার ঘটনা এক পৃষ্ঠায় চলছে যথারীতি।
২) গ্রীষ্মের একদিন - ফাহিম রেজওয়ান রাবিদ
প্রচন্ড গরমে দিনে ও রাতের স্ট্রাগলটা ফানি ওয়েতে দেখিয়েছেন শিল্পী।
৩) চন্দ্রাবতী - লেখা ও আঁকা : ফাহিম আঞ্জুম রুম্মান। ভাষান্তর - প্রান্ত ঘোষ দস্তিদার।
ব্রিটিশবিরোধী আন্দোলনের সেই অদ্ভুত সময়ে মা হারা গরু চন্দ্রাবতীর গল্প সুন্দর এগুচ্ছে। প্রাণীদের দিয়ে তৎকালিন সাম্প্রদায়িক চিন্তাভাবনা আবার এক অতিপ্রাকৃত প্রকৃতিরক্ষককে দিয়ে মানবমনস্তত্ত্বের কিছু দিক ফুটিয়ে তুলেছেন কবিতার ছন্দে লেখক। এই সিরিজটি আমার বুমের সবচেয়ে পছন্দের কাজ হয়ে উঠেছে।
৪) ঘাড় মটকা সমাচার - আঁকা ও লেখা : আয়মান
ভূত-প্রেত, অতিপ্রাকৃত ব্যাপার-স্যাপার নিয়ে স্যাটায়ার করা এ সিরিজে আঁকা কোথায় গিয়ে একটু মাঙ্গা টাইপ।
৫) সরুর চন্দ্রাভিযান ৪ - তানজীল হাসান / আনিকা নাওয়ার ঈহা।
অবশেষে সমাপ্তি টানা হলো চাঁদে আঁটকা পড়া অকর্মণ্য দুইজন মানুষ এবং দুইজন অ্যালিয়েনের গল্পের। ৪ পর্বে সমাপ্ত সিরিজটা মজারই ছিলো।
৬) জেরুজালেম - এক বিভক্ত নগরীর দিনলিপি - মুহম্মদ আহসান নাহিয়ান
এই গ্রাফিক নভেলটি আমি বাতিঘরে দেখেছিলাম। বুমের প্রতি সংখ্যায় আমাদের সাথে বিভিন্ন কমিক্স সিরিজ / গ্রাফিক নভেলের সাথে পরিচয় করে দেয়াটার কন্টিনিউশনে এসেছে রিভিউটি। কানাডিয়ান কার্টুনিস্ট গাই ডেলিসলের দৃষ্টিকোণ থেকে দেখা এক অস্বস্তিকর সংকটের গল্প সম্পর্কে লিখেছেন নাহিয়ান। আমার টু-রিড লিস্টে এটা যুক্ত করলাম।
৭) বেসিক আলী সুপারহিরো - শাহরিয়ার
পাগলা বিজ্ঞানীর হাতে পড়ে বেসিক এখন না জেনেই সুপারপাওয়ারের অধিকারী। ঘরে ঘরে পরিচিত সিরিজটির চরিত্রগুলি যথারীতি টুন-ফোর্সের আনন্দের এক যাত্রায় নিয়ে যেতে পারে পাঠককে।
৮) কাগজের মানুষ - তাসনিয়া ছাখায়েত অর্ণা
২০৪৪ সাল। ঢাকা। এক অভিজ্ঞ গোয়েন্দার তদন্ত চলছে অদ্ভুত সব খু*নের ব্যাপারে। সিনিয়র ইনস্পেক্টর হাবিবের তদন্তে কেঁচো খুড়তে সাপ বেরুনোর গল্প এটি। আঁকা ও লেখা খুব ভালো লেগেছে। ২০ বছর আগের পাপের বোঝা ভারী হয়ে পড়াটা সুন্দর দেখিয়েছেন অর্ণা। গল্পের নামটিও যথাযথ হয়েছে।
শিল্পী - অরিন্দম কুন্ডু
এক পৃষ্ঠার কমিক্সটি ফানি হলেও অন্তর্গত অর্থ আসলেই গভীর।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের The Business Standard সংগ্রহ করলে পাবেন ফ্রি ৩২ পৃষ্ঠার বাংলা কমিকস সাপ্লিমেন্ট বুম! কমিকস। বাংলাদেশে মাধ্যম হিসেবে কমিক্সের ক্রমবর্ধমান জনপ্রিয়তা আরো বাড়ুক এই আশা করি।
কমিক্স সাপ্লিমেন্ট রিভিউ
নাম : বুম! কমিকস
সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ
প্রচ্ছদ : আরহাম হাবীব
প্রকাশনা : The Business Standard
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।
