Posts

নন ফিকশন

বুম! কমিকস ( সংখ্যা ০৫ )

May 18, 2025

ওয়াসিম হাসান মাহমুদ

Original Author ‌ওয়াসিম হাসান মাহমুদ

202
View

হকার এবার ভুলে যায়নি। বৃহস্পতিবারের The Business Standard এর সাথে ফ্রি ৩২ পৃষ্ঠার কমিক্স সাপ্লিমেন্ট হাতে আসলো। পুরো সপ্তাহ বুম! কমিকসের অপেক্ষায় থাকি। প্রতি সপ্তাহে কন্টেন্টের মানোন্নয়ন ভালো লাগছে

১) মামলেট - মাহাতাব রশীদ / আদ্রিতা কবির।

বিয়ের বিশালত্ব নিয়ে বিভিন্ন মুরুব্বির লেকচারের পর টোনাটুনির কমিক রিলিফ সুন্দর হয়েছে।

২) মহাকর্ষ - অরিন্দম কুন্ডু।

চরিত্র হিসেবে হাজির হয়েছেন স্বয়ং আইজাক নিউটন। বাকিটা স্পয়লার হবে। বলছি না। অরিন্দম কুন্ডু বরাবরের মতোই ভালো কাজ করেছেন।

৩) চন্দ্রাবতী - লেখা ও আঁকা - ফাহিম আঞ্জুম রুম্মান। ভাষান্তর - প্রান্ত ঘোষ দস্তিদার।

ধারাবাহিকভাবে প্রকাশিত সিরিজটি প্রতি পর্বে আরো আগ্রহোদ্দীপক হয়ে উঠছে। চন্দ্রাবতী নামের গরুর সিপাহী বিপ্লব পরবর্তি ঝঞ্জাবিক্ষুদ্ধ সময়ে রাজনৈতিক বিপদজনক দোলাচলে পড়ে যাওয়া, বহ্নি নামের এক বিপ্লবী ঘোড়ার সাথে পরিচিত হ‌ওয়া, সেই ইংরেজ বনাম ইংরেজবিরোধি দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার গল্প আগামী পর্বকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। চন্দ্রাবতী সিরিজের অঙ্কন প্রাণবন্ত এবং একদিক দিয়ে রহস্যময়তার ইঙ্গিতবাহক‌ও।

৪) ঘাড় মটকা সমাচার - আঁকা ও লেখা - আয়মান।

ক্যাস্পার দ্য ফ্রেন্ডলি গোস্টের মতো ভূতদের সাথে গোঁয়াড় এক নারীর এক ভাড়া বাসায় থাকা নিয়ে নিত্যনৈমিত্তিক খিঠিমিটি ও ফানি ব্যাপার-স্যাপার আছে মাঙ্গা ভঙ্গিময় আঁকা এ ধারাবাহিকে।

৫) বেসিক আলী সুপারহিরো - শাহরিয়ার

একশন দিয়ে শুরু। একশন দিয়ে শেষ। সুপারপাওয়ার পাওয়া বেসিক আলির নিজের শক্তি যাচাইয়ের সময় হয়েছে। কমিক্স লাভারদের অতি পরিচিত নাম বেসিকের নতুন অ্যাডভেঞ্চার আকর্ষণীয় হয়ে উঠছে।

৬) কংক্রিট - আঁকা ও লেখা - ফাতিমা তানজুম তুবা।

শিল্পী তুবার কাজের সাথে আমার পূর্বপরিচিতি আছে। আমাদের প্রায় সবার জীবনেই নস্টালজিয়ায় ভর্তি কোন না কোন এক গলি আছে। যেখানে ক্রিকেট খেলতো অনেকে। এস‌এসসি পরীক্ষা আসলে অভিভাবকদের ডিসের লাইন কেটে দেয়া, কারো জানালার কাঁচ ভেঙে দেয়াসহ অনেক স্মৃতি সেই গলির কনক্রিটের নিচের নরম মাটিতে মিশে আছে, আর আছে আমাদের স্মৃতিতে, অক্ষয় হয়ে। ফাতিমা তানজুম তুবা সেই হারিয়ে যাওয়া অদ্ভুত সময়রেখাকে ফিরিয়ে এনেছেন যথাযথ ডিটেইলড অঙ্কনের মাধ্যমে। চমৎকার এক কাজ হয়েছে সম্পূর্ণ কমিক্সটি।

৭) মহামায়া গেমস ১ - নাতাশা জাহান

কমিক্স সাপ্লিমেন্টে পাজল না থাকলে ঠিক জমে না। কিছু সহজ পাজল নিয়ে এসেছেন শিল্পী। ভবিষ্যতে অঙ্কের মজার খেলাসহ বিভিন্ন ধরনের পাজল আশা করছি কমিকস আর্টিস্টের কাছ থেকে।

The Business Standard এর বৃহস্পতিবারের সংখ্যা ক্রয় করলে সাথে পাচ্ছেন ৩২ পৃষ্ঠার ফ্রি বাংলা কমিকস সাপ্লিমেন্ট বুম! কমিকস। কমিক্সের জনপ্রিয়তা বাড়ছে নিঃসন্দেহে কিন্তু সামগ্রিক গুরুত্ব এখনো বুদ্ধিবৃত্তিক পাঠকমহলে হয়তো অনুধাবনের রাডারে আসেনি বাংলাদেশে। লেখাটি ভালো লাগলে শেয়ার করে কমিক্স শিল্পের প্রচার-প্রসারে অংশগ্রহন করতে পারেন। The Business Standard এর সাপ্তাহিক আয়োজনটির প্রতি অনেক শুভকামনা র‌ইলো।

কমিক্স সাপ্লিমেন্ট রিভিউ

নাম : বুম! কমিকস

সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ

প্রচ্ছদ : ফাতিমা তানজুম তুবা

প্রকাশনা : The Business Standard

রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।

Comments

    Please login to post comment. Login