ধানসিঁড়িতে প্রাণ ফিরালো
শ্রাবণ দিনের মেঘ।
মনের মাঝে স্পন্দন তুলে
প্রেম ভরা আবেগ।
প্রকৃতিতে এলো যে প্রাণ
নতুন পাতার সাঁজে।
কলসি কাঁখে গায়ের বঁধু
মরছে কেমন লাজে।
সাধ পূরণের স্বপ্ন গুলো
হচ্ছে মনে জমা।
তোমার প্রেমের স্বপ্নীল কাব্যে
ভুলছি দাড়ি কমা।
এই ফাগুনে লাগছে আগুন
কৃষ্ণচূড়ার গাছে।
মন ধরেছে নতুন বায়না
থাকতে তোমার কাছে।
পূবাল বায়ে মাতাল তালে
তোমার আঁচল উড়ে।
তার আবেশের ঢেউ ছুটেছে
বুকে অন্তঃপুরে।