শ্রদ্ধাঞ্জলি বিদ্রোহী
আইয়ুব খাঁন
২৪/০৫/২০২৫
নয়নের দীপ্তি তুমি, বুকে আগুন জ্বালাও,
শব্দে তোমার ঝড় উঠে, নীরবতা ভাঙাও।
ধর্মের দেয়াল ভেঙে, তুমি গাও সাম্যের গান,
শোষকের কাছে ত্রাস তুমি, ন্যায়ের রাস্তা দেখাও।
তুমি কেবল কবি নও, আগুনের এক গোলা,
মন্দির-মসজিদ এক করে, বেঁধেছ সম্প্রীতির ধারা ।
আনন্দের মাঝে যন্ত্রণার গান, আর প্রেমেও আনো বিদ্রোহ,
তুমি সেই গান গাও, যে গানে জেগে ওঠে নওজোয়ান।
তোমার কলম ছিল বিপ্লবের তরবারি,
মাটির কাছে নত হও বটে, অন্যায়ে বিদ্রোহী ।
তুমি অমর, তুমি বিদ্রোহী, তুমি মানব জাতির প্রাণ,
তোমার গানে আজও বাজে মুক্তির আবহমান।
তোমার কলমে জেগে ওঠে ঘুমিয়ে থাকা নর,
তখনই তারা বিদ্রোহী হয়ে তোলে প্রতিবাদের ঝড।
নূরজাহান হোক বা গীতাঞ্জলি, হৃদয়ে রাখো সমান,
তোমার ভালোবাসা মানে যুদ্ধের মাঝেও -
এক পসলা বৃষ্টি পাওয়ার সমান ।
নজরুল, তুমি শুধু কবি নও, প্রেমিকের প্রেরণা,
দুঃখের সাগরে ভেসে থেকেও লেখো ভালোবাসার বর্ণনা।
তুমি আমাদের দীপ্তি, তুমিই আশার আলো,
প্রেম আর দ্রোহের কবি তুমি, চিরকাল বেঁচে আছো।
সমাপ্ত