প্রতি বৃহস্পতিবারের মতো এবারও সকালে ঘুম থেকে উঠে মনটা যথারীতি ভালো হয়ে গেলো। কারণ The Business Standard পত্রিকার সাথে ৩২ পৃষ্ঠার ফ্রি বাংলা কমিক্স সাপ্লিমেন্ট "বুম! কমিকস" হাতে পেয়ে গেলাম। প্রিয় কমিক্স শিল্পী সাদী ইমদাদ প্রচ্ছদ করেছেন জেনে সেই ভালো লাগার মাত্রাটা বাড়লো।
১) মামলেট - মাহাতাব রশীদ / আদ্রিতা কবির
ইয়াং কাপলের বিয়েতে আস্ত জ্যন্ত খাসীর আগমন নিয়ে করা কাজটি খুব ভালো লেগেছে।
২) Puchchi...
পরীক্ষার হলে আমার মতো খারাপ শিক্ষার্থিদের ট্র্যাজেডিটার কমেডি রূপান্তর এক কথায় উপভোগ্য।
৩) চন্দ্রাবতী - লেখা ও আঁকা - ফাহিম আনজুম রুম্মান। ভাষান্তর - প্রান্ত ঘোষ দস্তিদার
ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তুঙ্গু সময়রেখায় চন্দ্রাবতী নামের এক গরু, বহ্নি নামের এক ঘোড়া মিলে এক বিপ্লবীকে উদ্ধারের পরবর্তি ঘটনা আছে ধারাবাহিক এ পর্বে। সিরিজটি প্রতি পর্বে আরো ইন্ট্যারেস্টিং হচ্ছে। মানুষ, পশুপাখি সবাই যুদ্ধ কিংবা বিপ্লবের সময়ে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, পুরো গল্পের অঙ্কনে একটা অতিলৌকিক উপাদান ঘিরে থাকার অনুভুতি দিনকে দিন এ সিরিজের প্রতি আরো আগ্রহী করে তুলছে।
৪) গরুর হাটে সরু - লেখা : তানজীল হাসান। আঁকা : আনিকা নাওয়ার ঈহা।
চন্দ্রাভিযান থেকে ফিরে আসা অদ্ভুত চরিত্র সরুর গরুর হাটের টুন ফোর্স কার্যকলাপ মজারই।
৫) ফ্রাংক মিলারের "সিন সিটি : দ্য হার্ড গুডবাই" নির্মম আলো-আঁধারির জগতের সাথে পরিচয়। লেখক : আহমেদ আরাফ।
বুমের প্রতি সংখ্যায় বিখ্যাত কোন কমিক্স স্টোরিলাইনের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার একটা প্রয়াস দেখা যায়। সিন সিটি মুভিটা অনেকেই দেখেছেন। মার্ভকে নিয়ে, সাদাকালো কমিক্স জগতটির স্যাপিয়া মোডের অঙ্কন ও মানসিক তৎপরতা নিয়ে আরাফ সংক্ষেপে চমৎকার লিখেছেন। কমিক্স নিয়ে আলোচনা-পর্যালোচনা এমনই হওয়া দরকার।
৬) ঘাড় মটকা সমাচার - আঁকা ও লেখা : আয়মান।
এবারের পর্বগুলি "দৈনিক হিম-শিম"এর কারণে আরো ব্যাটার কমিক রিলিফ দিয়েছে। ক্যাস্পার দ্য ফ্রেন্ডলি গোস্টের মতো ভূত, যখের কাজকারবার আর আরো অদ্ভুত মানুষের এসবের উপর প্রতিক্রিয়া ফানি লেগেছে।
৭) বেসিক আলী সুপারহিরো - শাহরিয়ার।
ঘরে ঘরে পরিচিত বেসিক আলীর সুপারপাওয়ার অর্জনের পর ঠিক কী দুর্ঘটনা তাঁর কাউন্টারপার্ট মানে সুপারভিলেন তৈরি করছে তা আছে এ মজাদার পর্বে।
৮) গণধোলাই - আবু নাফিজ আল মাহী
কমিক্স, কার্টুন এগুলি সমসাময়িক ঘটনাবলি উপেক্ষা করে কখনও চলতে পারে না। মব ম্যান্টালিটি কীভাবে সমাজে তৈরী হয়েছে সেটা এক শিয়ালের মাধ্যমে সেটা সুন্দর ফুটে উঠেছে কমিক্সের প্যানেলে।
৯) জুম আর নেটো - পর্ব ২
রাঙামাটির সুপারহিরো জুমের সুপারভিলেন নেটো কীভাবে অতিমানবিক শক্তির অধিকারী হলো এবং কেন ধ্বংসাত্মক হয়ে উঠছে তা যেভাবে এ পর্বে চিত্রভাষার মাধ্যমে দেখানো হলো তা একইসাথে ফানি এবং আমাদের সমাজের ট্র্যাজিক একটি দিকও। "বিসিএস দাও। ডাক্তার-এঞ্জিনিয়ার হও। গোল্ডেন এ পাও।" এগুলি রিপিটেডলি শুনতে শুনতে একজন অল্পবয়সির মনস্তত্ত্বে কেমন কুপ্রভাব ফেলতে পারে তা ভালো কমিক রিলিফের মাধ্যমে অঙ্কনে ও লেখায় উন্মোচিত হয়েছে।
১০) চা-বিস্কুট - অরিন্দম কুন্ডু।
ঈদের সকালে নাস্তা করতে গিয়ে অভিনব ঘটনার চিত্রায়ণ অরিন্দম কুন্ডু চমৎকার দেখিয়েছেন। আগেও বলেছি, আবারও বলছি, অরিন্দমের কমিক্স সেন্স প্রখর।
বুম! কমিকস এর মতো উচ্চাকাঙ্ক্ষী, শ্রমসাধ্য প্রয়াস দীর্ঘজীবী হোক। কমিক্সের মতো চিত্রভাষিক মাধ্যম যেখানে ডুবে যাওয়া যায় কল্পনার মহাসমুদ্রে, সমসাময়িক ঘটনার ঘনঘটা যে মিডিয়াম স্বতস্ফূর্তভাবে ব্যঙ্গ করতে পারে, সেই মিডিয়ামের গুরুত্ব পাঠকসমাজে বৃদ্ধি পাক এই আশা-ই রাখি।
কমিক্স রিভিউ
নাম : বুম! কমিকস ( সংখ্যা ০৭ )
সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ।
প্রচ্ছদ : সাদী ইমদাদ
প্রকাশনা : The Business Standard
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।
