Posts

ভ্রমণ

সুন্দর বনের একদিন

June 3, 2025

Arifa Chadni

63
View

গত ১ জুন আমরা কয়েকজন বন্ধু মিলে সুন্দর বন ঘুরতে গিয়েছিলাম। ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে মংলা থেকে যাত্রা শুরু করি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ ম্যানগ্রোভ গাছের সারি নিস্তব্ধ নদী আর পাখির ডাক এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল। গাইড আমাদের সাবধান করে কেননা এখানে রয়েল বেঙ্গল টাইগার ও বিচরন করে। আমরা হরিণ এর পায়ের ছাপ দেখতে পাই, কিছু জায়গায় বানরের দল ঝাপিয়ে পরছিল গাছ থেকে গাছে।নৌকা চলছিল আপন বেগে , যেখানে পানি পরিষ্কার ও শীতল। জেলেরা মাছ ধরছে, স্থানীয় লোকেরা গোলপাতা সংগ্রহ করছে।

 বিকেলের দিকে ট্রলার এর দিকে ফিরে আসি। সূর্য তখন পশ্চিম এ ঢলে পরছে , নদীর জলে তার প্রতিবিম্ব যেন আগুন এর শিখা । আমরা বন্ধুরা সেই দৃশ্য দেখে মুগ্ধ হই। 

সুন্দর বনের প্রকৃতি , নিরবতা আর রহস্যকালিন পরিবেশ আমার মনে চিরকালিন ছাপ রেখে গেছে। আমি আবারও সময় পেলে সন্দরবন বেড়াতে যাব।

Comments

    Please login to post comment. Login