চোখ মেলেই দেখলাম একটা ছুরি আমার দিকে উপর থেকে নিচে নেমে আসছে গলা বরাবর । এমন কিছু দেখবো ঘুমের ঘোরেও কখনই কল্পনা করিনি । কোনমতে হাতটা দিয়ে ছুরি ধরা হাতটা ধরে ফেললাম । অতঃপর ধ্বস্তাধস্তি শুরু করলাম, জীবনটা তো বাচাতে হবে । ছুরিটা হাত থেকে সরানোর পরে খেয়াল করলাম, ছুরি দেখি আমার স্ত্রী এর হাতে । আর ওমনি ঘুমটা ভেঙ্গে গেল । দেখি স্ত্রী আমার পাশে গভীর ঘুমে আচ্ছন্ন । জানিনা কি হল, স্ত্রীকে জড়িয়ে আবার ঘুমিয়ে পরলাম । ইদানিং ফেসবুক ভিডিও ক্লিপগুলোতে এত দেখা যায় এসব নিউজ, মাথায় যে এসব কেন ঘোরে, জানিনা । স্ত্রীকে কি কম ভালবাসা হয়? যদিও জিজ্ঞেস করা হয়না যে ভালবাসায় কি কমতি আছে?