জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয় স্কুলের বিদায় বেলায় । যেখানে দীর্ঘ সময় ধরে আমরা খেলেছি, পড়াশোনা করেছি , বন্ধুত্ব গড়েছি , নানারকম স্মৃতি বিজড়িত সেই স্কুলের আজ বিদায় বেলা। আর ফিরে পাওয়া হবে না সেই ক্লাসরুম, আর কখনো পেছনে বসা নিয়ে ঝগড়া হবে না, হবে না দেখা, সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে পড়বে । কখনো দেখা হলে ও আগের সেই আড্ডাটা আর হবে না। বহু কথা চাপা থাকবে একটি কথায় - "ভালো থেকো বন্ধু কথা হবে অন্য একদিন।" ভালো থাকুক সকল বন্ধুত্ব।