Posts

কবিতা

বৃথা জীবন

June 6, 2025

বিনোদন প্রতিদিন

Original Author রজনীকান্ত মৈত্র

69
View

চেয়েছিলাম আলো, পেয়েছি কুয়াশা,
ভেবেছিলাম নদী, হল পথভ্রষ্ট ভাষা।
রঙিন দিন শেষে সন্ধ্যা নিরুপায়,
বৃথা জীবন বয়ে যায় ছায়ার দোলায়।

যত ভালোবাসা দিয়েছি নিঃশব্দে,
সব হারায় গেছে হিসাবের ছদ্মে।
ডাকে না কেউ আর, ফিরে না কেহ,
শুধু স্মৃতি বয়ে আনে নীরব বিপ্রলব্ধ কেহ।

জীবনের পাতায় নেই আর গল্প,
শুধু কিছু দাগ, কিছু ক্ষত, কিছু অপল্প।
যারা বলেছিল "সাথে", গিয়েছিল হারিয়ে,
থাকেনি কেউ, আঁধার এসে পেরিয়ে।

তবু আজও বাঁচি, কেন জানি না—
হয়তো মৃত্যুও করে অবহেলা স্নান।
জীবন বৃথা, তবুও হেঁটে যাই,
কারণ হাল ছেড়ে দিলে—সবই যে ঠাই।

Comments

    Please login to post comment. Login