Posts

কবিতা

চক্র চাকা

June 12, 2025

তৌকির আজাদ

82
View

ঘুরছে চাকা তিনটি তোমার,
দুটি পায়ের মিলিত (শক্তি),
মানুষ হয়েও টানছো মানুষ, 
হচ্ছে জোগাড় দুবেলার খাবার। 


রোদ বৃষ্টি আসুক যেটাই, 
শুনেছে কে তোমার দোহাই,
ছেঁড়া কাপড় আর জুতোর সেলাই, 
শরীরটার নাই যে রেহাই। 


তোমার গাড়ি চড়েই সবাই, 
আসছে যাচ্ছে হরহামেশাই,
প্রেমের আবেগ বিবেকবোধ, 
খোঁজে কখন নিজের স্রোত? 


ভাববে কবে মনের লোক,
আমার শহরে নাইরে বোধ,
নোটের টাকার অংক গুনো
মনের কথা শুনবে কখন? 


যখন তখন দমকা বাতাস, 
আসলে দেখো নিজের চেতন। 


যেমন তেমন কেমন করে 
আলোর দলের শহর ছলে
মগজ টাকেই ভোরকে দিয়ে 
নিচ্ছে হিসেব প্রাণের দড়ে।


তোমার আমার বড্ড ভিড়ে 
শান্তি তখন ঘুমকাতুরে....
শ্রেণীর বিভেদ উঠছে লাটে 
মাটির দর রাখছে কেরে....


হারজিতের বাঁচার মেলায় 
মাতালি কেন উটকো খেলায়?


খেলাফেলার দায় চাপিয়ে 
যাবি তোরা বিধির তীরে...
খেয়া ঘাটের কাছে গিয়ে 
খুলবি মুখোশের আড়াল থেকে 
দেন দরবারের শেষে যখন 
ওই প্রাণের ফসল তুলবি ঘরে 


তখন সময় চক্র ঘোড়ে
সংখ্যা নিয়ে ঘুরছে তালে
যখন কাল বলে ~ আরে অধম 
কাড়বি কত আর মানব জনম?


হুকুমের ঝুড়ি শূন্য করে 
একই সময় বৃথাই ঝরে 
কুঁড়েঘর থেকে দালান চূড়ায় 
কেউ কি দেখো কে যাচ্ছে কোথায়? 


অচল সচল সবই নকল 
বৃষ্টি মেলে দেখো নিজের মনন মহল,
দখল করার চেষ্টা করো 
হয় না কিছুই যেন সত্য সফল। 


হৃদয়টাকেই আগলে রেখো 
নয় অন্য কারোর মতন 
আপন মনন গড়তে থেকো 
বিশ্বাসের দীপ্ত জ্যোতির সদা সচেতন… 

মনের মানুষ বলবে তখন 
রিক্সার চাকা দেখো ঘুরছে কেমন....

Comments

    Please login to post comment. Login