বেশি কিছু না ভেবে লিমা এক কাপ চা বানায়। চায়ের কাপটা হাতে নিয়ে তৌফিকের ঘরে যায়। আস্তে করে চায়ের কাপটা টেবিলের উপর রাখে।
তৌফিকের সে দিকে খেয়াল নেই। সে একমনে নিজের ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে।
লিমা কিছুক্ষণ সেখানেই দাড়িয়ে থাকে, তৌফিককে দেখে। তার কপালের ভাজে কত শত চিন্তা তা গোণার চেষ্টা করে। কিন্তু যার চিন্তা সে ছাড়া আর কেউ কি বুঝে!
কিছুক্ষণ পর তৌফিক তার দিকে তাকায়। চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে, কিছু বলবে?
লিমা একখানা মিষ্টি হাসি দেয়। বল, ......
This is a premium post.