দুই পাতা লিবারেলিজম পড়ে বেশি লিবারেল হয়ে গেছিস! তুই কালকেই আমার সাথে হাসপাতালে যাবি চেকআপের জন্য!
আলিশা বলে, তোর বায়োলজির জ্ঞান ভাল বলে অন্যদের বায়োলজিতে ঢোকা বন্ধ কর, আপু!
আলু! তোর একটুও লজ্জা করছে না! একবারও তোর মাথায় আসছে না যে আনু তোকে দেখে কি শিখবে!
কেন! আমাকে দেখে কেন শিখবে!