পারমিতা হিমের 'নার্গিস' পড়ার ইচ্ছা ছিলো, এখনও আছে। পুরো বছরজুড়ে নানামুখি বইযাত্রার আড়ালে চলে যায় সেই উইশলিস্ট। ব্রাত্য রাইসুর ওয়েবসাইটে 'আ নাইট উইথ ব্রাত্য রাইসু'র কিছু অংশ পড়া হয়েছিলো। তখনও ভাবিনি এই নামে বাতিঘর আস্ত বই-ই প্রকাশ করে ফেলবে।
আমরা যা ভাবিনা অনেক সময় তা-ই হয়। আপাতদৃষ্টিতে প্রেডিক্টিবল লাইফে হানা দেয় আনপ্রেডিক্টিবল ঘটনাবলি ও মানুষজন। পারমিতা আনপ্রেডিক্টিবল মানুষজনের সাথে মিশতে পছন্দ করেন যা বইটি পড়ার সময় বুঝা যায়। বইয়ের ফ্ল্যাপেই লেখক কিছুটা বলেছেন তাঁর অদ্ভুত সব বন্ধুদের নিয়ে।
ফ্ল্যাপের শেষের দিকে পারমিতা লিখেছেন,
"তাদের নিয়ে গল্প লিখলে লোকে ভাববে এগুলা সত্যি। আর গল্প না লিখলে কোন কোন সত্যিকে যে লোকে গল্প ভাববে কে তা জানে!"
কয়েকদিন আগে ব্রাত্য রাইসুর প্রোফাইলে এ বই নিয়ে পাঠকের উদ্দেশে রাইসুকে প্রশ্ন ছুড়তে দেখা গেছে এগুলির কোনটা সত্য কোনটা মিথ্যা পাঠক আলাদা করতে পারবেন কি না।
বেশিরভাগ স্মৃতিচারণামূলক লেখালেখি তো এক ধরণের গল্প-ই। কিছু ক্ষেত্রে লেখকের ফলস মেমরি শূন্যস্থান পূরণ করে আবার কিছু ক্ষেত্রে লেখক নিজেই কল্পনার রঙ একটু বাড়িয়ে দেন। পারমিতার লেখা দুটিকে স্মৃতিচারণামূলক কম গল্প বেশি ধরে এগিয়েছি আমি।
১) ত্রিরত্নের বাসবিহার
দুজন বেলমাথার বান্ধবীদের নিয়ে পারমিতার আকস্মিক অভিযানে চলে এসেছে আকলিমা বাউলের জীবনের একটা অংশ। বাউলদের জীবনযাত্রা যা আমাদের অনেকের কাছেই অদ্ভুত ঠেকে, সেই উইয়ার্ড লাইফে অল্প সময়ের জন্য পারমিতার এন্ট্রি বিভিন্ন আজব ঘটনায় পড়তে ভালো লেগেছে। লেখকের লেখনি সহজ, সাবলীল, উইটি। বাংলাদেশে নারী জীবনের নানা ঝড়-ঝঞ্ঝাট লেখক দুষ্টামি করতে করতেই বলেছেন। গল্পের গতি দ্রুত, ক্ষণে ক্ষণে আনপ্রেডিক্টিবিলিটি চোখে পড়েছে।
২) আ নাইট উইথ ব্রাত্য রাইসু
দুঃসম্পর্কের বন্ধু ইমরান হাসপাতালে। দেখার কেউ নেই। অগত্যা পারমিতা তাঁর বোন তিথিকে নিয়ে ইমরানকে দেখতে হাসপাতালে পৌছালে মুখোমুখি হন এক মহাবিপদের। ব্রাত্য রাইসু। সেই রাতে রাজ্যের অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ২০১৩ সালের ঘটনাটি রাজনৈতিক এক ঘটনার ঘনঘটার সময়রেখায়। ফানি গল্প। পারমিতা খুব সম্ভবত এখানে বাস্তবতা ও ফিকশনের একটা ককটেইল বানিয়েছেন। এখানে কী কী সত্যি আর কী কী গালগল্প তা আলাদা করাটা খুব প্রয়োজনীয় মনে করিনি। পাঠকভেদে অবশ্য বিভিন্ন মতামত আসতে পারে।
পারমিতা হিমের লেখনি মিনিমালিস্ট, রম্যরচনায় তাঁর হাত ভালোই। পুরো বইয়ে ইনফর্মাল থাকার একটা প্রবণতা তাঁর লেখনিতে খেয়াল করেছি। আবার নারী জীবনের নানামুখি ছোটখাটো বিড়ম্বনাও আলগোছে উঁকি দিয়ে গেছে উইটসমৃদ্ধ এসব গল্পে।
ব্রাত্য রাইসু ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ একজন সময়ের চেয়ে এগিয়ে থাকা চিন্তক। তাঁর কোন নতুন বই প্রকাশিত হয়নি অনেক বছর ধরেই। আরেকজনের লেন্সে রাইসুকে নিয়ে লিখা গল্প নিয়েই হয়তো জল্পনা-কল্পনা চলতে থাকবে আগ্রহী পাঠকমনে।

বই রিভিউ
নাম : আ নাইট উইথ ব্রাত্য রাইসু
লেখক : পারমিতা হিম
প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রী
প্রথম প্রকাশ : মে ২০২৫
প্রকাশক : বাতিঘর
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।