"স্বামী আর স্ত্রী—দুজন মিলে একটা সুন্দর সংসারের স্বপ্ন গড়ে তোলে। তাদের ভালোবাসা, সম্মান আর দায়িত্ববোধই সংসারের মূল ভিত্তি। একজন স্ত্রীর প্রথম কর্তব্য—তার স্বামীর পাশে থাকা, তার কষ্টের সময় তাকে সাহস দেওয়া, মমতায় জড়িয়ে ধরা। কারণ, স্ত্রী তো অর্ধাঙ্গিনী… স্বামীর সুখ-দুঃখের অর্ধেক ভাগিদার। একজন আদর্শ স্ত্রী কখনো মিথ্যার আশ্রয় নেয় না। সে সত্য বলে, ভালোবাসায় পথ দেখায়। স্বামীর অর্থনৈতিক কিংবা মানসিক সমস্যা— যে সময়েই আসুক না কেন, স্ত্রী তার পাশে থেকে সাহস দেয়, বলে—"তুমি পারবে!" স্বামী মন খারাপ করে থাকলে, স্ত্রী খুঁজে দেখে তার কষ্টটা কোথায়… আর ভালোবাসা দিয়ে সেই কষ্টটাকেই লাঘব করার চেষ্টা করে। এইভাবেই— ভালোবাসা, সহানুভূতি আর দায়িত্বে গড়া একটি সম্পর্ক হয়ে ওঠে অনন্য… একটি সংসার হয়ে ওঠে— সুখী, সুন্দর আর শান্তিময়।"*