ওরে সভ্যতা
ভেঙ্গে দিলি পারিবারিক বন্ধন।
ভুলে গেলি জন্মের কথা।
আমরা দুই আমাদের দুই
এই নিয়ম তুই কোথায় পেলি।
লেনিন ডারউইন রাম গৌতম
কার কাছে এই দীক্ষা নিলি।
রোম ব্যাবিলন কোন সম্রাজ্যে
কোথায় আছে এমন গাথা।
কোন খেলাফত বুঝালো তোকে
হতে এমন নেতা।
নিজকে নিয়ে ব্যস্ত খুব তুই
আশ্রমেতে পিতা মাতা।
যাদের রক্ত পানি করল
মানুষ করতে তোকে
কেমন মানুষ করল তোকে
তার লাশ ঘরে পচে।
ওরে সভ্যতা
নারীকে আজ বেশ্যা বানালি
বানালি ধর্ষিতা।
কে শিখাল অধিকার ওদের,
কে দিল স্বাধীনতা।
কার প্রলোভনে উচ্ছৃঙ্খল আজ
মমতাময়ী মাতা।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
কোন রীতি সে করছে লালন।
শ্বশুর শ্বাশুড়ি খাবার পায়না
করছে কুকুর বিড়াল পালন।