Posts

উপন্যাস

Mysterious

June 27, 2025

jasmin Banu

80
View

গল্প: Mysterious 

লেখনীতে: ফারহিন আখতার 

পর্ব:১

দিনটি কেমন যেন বিষম লাগছে। 

বর্ষা কাল এসেছে, এখন সন্ধার দিকে প্রায় বৃষ্টি হয় আর ঝড়-ও' হয়। তার সাথে বিদ্যুৎও।

মিনিটের মধ্যে সুন্দর পরিষ্কার আকাশটি কালো অন্ধকারে ঢেকে গেছে। উত্থান হয়েছে এক দমকা ঝড়ো বাতাসের। বাইরের দিকে লোক ছুটাছুটি করছে খবর পাওয়া গেছে আজকে নাকি বড় ঝড় আসার কথা। চারিদিকে ধুলো-রাশি এলোমেলো হয়ে আছে। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু অট্টালিকা আর অট্টালিকা।

।বড়ো বড়ো শহরে অট্টালিকা ছাড়া আর কিছু দেখবার কথাও না। শহরের ঠিক মাঝখানে চারিদিকটা অট্টালিকা দিয়ে ঘেরা রয়েছে এক 7 তলা ডুপ্লেক্স বাড়ি।

বাড়ির 5 তলার বেলকোনি উত্তর-দিকে মুখ করে লম্বা,চওড়া, বলিষ্ঠ শরীর,কাঁধ অবদি চুল, চোখের নিচে ছোটো কালো তিল, গায়ের রঙ ধপধপে সাদা, কালো জিন্স আর ইন করে শার্ট পরনে মজুমদার বাড়ির বড়ো চিরাগ "সান মজুমদার" আরাম কেদারায় চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে ব্রাজিলিয়ান ফঙ্ক শুনছে।

হঠাৎ এই সময় টেবিলের পাশে থাকা ফোনটা বেজে উঠে তবে কানে হেডফোন গুজিয়ে রাখাই ফোনের আওয়াজ কানে এসে পৌঁছাতে পারল না।

সময়ের সাথে সাথে ঝড়ের গতি বাড়ে ,আর মুষলধারে বৃষ্টি হয় 

বৃষ্টির গতি বাড়ায় বেলকনি ছেড়ে রুম এ প্রবেশ করে ‘সান মজুমদার’

এসে ফোন হাতে নিতেই দেখে 18 টা মিশ কল সময়সঙ্গে উচ্চারণ করে ‘ এই সালার ব্যাপার কি আমাকে কি এত দূরে এসেও শান্তি দিবে না? ’

কিছু সময় পর কাল বেক করে … ফোন রিং হবার সঙ্গে সঙ্গে রিসিভ হয় , ওপার থেকে আওয়াজ আসে “এ ভাই তোর মা এর শরীর খুব খারাপ.. তোকে তাড়াতাড়ি আস্তে হবে ”( সানের চাচাতো ভাই নাহিদ)

' কেনো কি হয়েছে আম্মুর , সব ঠিক আছে তো ' _ (সান)

'না রে কিছু ই ঠিক নেই আজ সকালে হার্ট এ্যাটাক এসেছিল। একটু আগেই আইসিইউ তে সিফট করা হলো ডাক্তার বলেছে অবস্থা তেমন ভালো না.. তুই কবে আসছিস সেটা আগে বল ' ( নাহিদ)

' আমি কি ভগবান যে গেলেই ঠিক হয়ে যাবে .. আমি জানি কোনো লাভ হবে না তাই এখানেই ঠিক আছি '( সান)

' কাকিমা সবসময় তোর জন্য মন খারাপ করা থাকে, আমার মন বলে তোকে একবার দেখতে পেলেই অনেক টা সুস্থ হয়ে যাবে । আর ডাক্তার বলেছে কাকিমা অনেক টা মানসিক..... 

নাহিদের কথা শেষ না হতেই সান তাকে বলে তার অনেক কাজ বর্তমানে প্রচুর ব্যস্ততায় রয়েছে সে তাই সে যেতে পারবে না।

.

কিছু সময় পর :

' তুই একটা কথা নিজের মাথায় গেঁথে রাখ যা কিছু হয়ে যাক আমি সে দেশে পা রাখবো না মানে না আর দ্বিতীয় বার ওখানে যাবার কথা মুখথেকে উচ্চারণ করবি না নাহলে ঠিক হবে না আর এটা বাড়ির সবাইকে বলে দিস। '( সান)

মন খারাপ কিরে নাহিদ কিছু সময় পর উত্তর দেই _ ভাই তোর হোয়াটস অ্যাপ এ কি কোনো নোটিফিকেশন গেছে ।

' না তো কেনো আর কিসের নোটিফিকেশন? ( সান)

'আমাদের হেভেন কম্পানি র সি.ই.ও তুই আর আজকে মিটিং এ বলা হয়েছিল সি.ই.ও র ফোন এ নোটিফিকেশন যাবে তারপর তোর মার হার্ট অপারেশন হবে'( নাহিদ)

একটু সময় ভেবে সান উত্তর দেই ‘ দ্বারা আমি অনেক দিন ধরে হোয়াটস অ্যাপ চেক করিনি প্রায় তিন বছর ধরে ’

'ঠিক আছে তুই চেক কর যদি আসে তখন সেটা কপি করে আমাকে সেন্ড করিস'( নাহিদ)

ঠিক আছে বলে সান দ্রুত কল কেটে দেই।

ফোনের হোয়াটস অ্যাপ চেক করতে গিয়ে সান এর চোখ পড়ে এক মেসেজ এর উপর ,সেটা পড়তে গিয়ে সান এর দম বন্ধ হয়ে আসে, মনে হয় চারি দিক টা স্তম্ভ হয়ে গেছে ,সান এর হৃদপিণ্ডের গতি সেকেন্ড খানিক এ বেড়ে যায়। সানের চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে ,সাদা ধপধপে মুখটা কালো রূপ ধারণ করে, মুখে আতঙ্কের ভাব দেখা যায়। 

বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে তার প্রাণের থেকেও প্রিয় প্রিয়তমা তাকে 3 বছর আগে মেসেজ দিয়েছে।

আর সেই মেসেজ টি ছিল বড্ড শুষ্ক এবং প্রাণহীন এককথায় এক সাহায্যকারী বার্তা।

_ ' আপনার সঙ্গে খুবই দরকারি কথা আছে খুবই দরকারি আর সময় খুব কম..আমি নিঃস্ব হয়ে পরেছি …আমার আপনার প্রয়োজন..  আমার আপনার সাহায্যের প্রয়োজন ..অনুরোধ আমাকে সাহায্য করুন ।

সান বুঝতে অক্ষম তার প্রিয়তমার তিন বছর আগে কিসের সাহায্যের প্রয়োজন ছিল?

আর এই মেসেজ টা পরেই বুঝা যায় তার প্রিয়তমা সেই সময়কালীন কতটা নিঃস্ব হয়ে পড়েছিল…

সানের মস্তিষ্ক পুরো এলোমেলো বুঝতে পারে না কি করবে সে..

সময়সঙ্গাকালিন , মাটিতে ধোপাস করে পরে জোড়ে জোড়ে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে দুই নয়ন শীথিল হয়ে আসে ।আর পুরো শরীর ভার ছেড়ে দেই ( জ্ঞান হারায় )

.

.

কিছু সময় পরে চোখ খুলে দেখে আরিস( সানের বন্ধু)তার পাশে বসে আছে ।

সানের জ্ঞান ফিরে আসায় আরিস শুধাই ' কি রে কেমন লাগছে এখন ঠিক আছিস তো ' 

সান তার কথায় পাত্তা না দিয়ে দ্রুত বিছানা থেকে উঠে পড়ে তারাহুরো করে রুম থেকে বেরিয়ে যায়।

তখন ই পিছনে থেকে আরিস ভয়ার্থ কন্ঠে বলে ‘কোথায় যাচ্ছিস ডাক্তার তোকে বেড রেস্ট নিতে বলেছে ’( ভয়ার্থ কন্ঠ)

‘এমনিতে ই সুস্থ আছি কোনো বেড রেস্ট লাগবে না আমার ’

"কিন্তু...._আরিসের কথা শেষ না হতেই সান তাকে আদেশ স্বরে বলে ‘ ইন্ডিয়ার ফ্লাইট বুক কর.. ফাস্ট ’

সানের এমন কোথায় পুরো হতভম্ব আরিস।

বিশ্বাস করতে পারছে না সে ঠিক শুনেছে তো ,সানের দিকে করুন চোখে তাকিয়ে হতভম্ব স্বরে শুধায়_ ' আমি ঠিক শুনছি তো ,মানে ইন্ডিয়ায় জাবি আবার তুই না মানে আজ হটাৎ ইন্ডিয়া যাবার মন কথা থেকে এলো ... ওয়াও.. ফ্যান্টাস্টিক'।

‘কেনো সেটা কি তোর বাপের? আর আমার কোনো মন আসে নি নাহিদ কল দিয়েছিল বলল আম্মুর নাকি শরীর খারাপ তাই বাধ্য হয়ে ’

' রিয়ালি আমরা এখানে প্রায় 3 বছর যাবৎ যে কাজ করতে অক্ষম নাহিদ এর এক কল এ সেটা সক্ষম।আমার বিশ্বাস হচ্ছে না... এটা তো সূত্রের বাইরে '।( আরিস ঠাট্টা স্বরে)

আরিসের এইসব কথায় এক মুহূর্তে ই চটে যায় সান । গম্ভীর কণ্ঠে শুধায় _'এত কৈফিয়ত দিতে রাজি না আমি ,যেটা বলেছি সেটা কর'

বলে দরজা টা জোরে লাগিয়ে সেই জায়গা প্রত্যাক্ষন করে।

  …..★ চলবে ★…

(গল্প টি ভালো লাগলে অবশ্যই জানাবেন … সবশেষে একটা সুন্দর মন্তব্য আসা করি …. এই গল্প টা পরের দিকে বেশ রোমাঞ্চকর হবে থ্রিলার + লাভ স্টোরি… 

আর আমি আশা রাখি আপনি সবাই পছন্দ ও করবেন ….

কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন )।

Comments

    Please login to post comment. Login