Posts

চিন্তা

আবদ্ধ মায়া

June 28, 2025

মোঃ সিফাত আল ইসলাম

215
View

কী? কেন? কীসের এত মায়া?

দুনিয়াতে সবাই ক্ষণস্থায়ী

- এই কথাটা সবাই কতবার যে শুনে এসেছি তার হিসাব নেই। এরই মাঝে কত কাজ যে মানুষকে করতে হয় তার হিসাব পাওয়া যাবে একমাত্র পরকালে। দুনিয়াতে বেঁচে থাকাকালীন মানুষ হিসেবে সবার অনেক দায়িত্ব-কর্তব্য থাকে। অনেকে উপকার করতে অনাগ্রহী বরং অপকার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। এরা তথাকথিত মানুষ নামের অমানুষ। আমি কাউকে গালি দিচ্ছি না। শুধু বাস্তবতা বলছি।
কারও যদি মনুষ্যত্ব থাকে তাহলে অবশ্যই মানুষের উপকার করতে হবে। তবে নিজের ক্ষতি করে নয়। দুনিয়া স্বার্থপর! কাউকে অতিরিক্ত সুযোগ করে দিলে যদি নিজের কোনো উপকার না হয়, ক্ষতি হয় অর্থাৎ পরোপকারে যদি নিজের জীবন বিসর্জন দাও তাহলে দেশের উপকার হবে কী করে? পরোপকার করারও একটি মাত্রা থাকতে হবে!
মনে করো তুমি তোমার সময় ব্যয় করে একটি বিষয়ের নোট তৈরি করলে কিংবা একটি প্রাকটিক্যাল লিখলে। তখন যদি অন্য কেউ তোমার থেকে তোমার অর্জনগুলো বিনামূল্যে নিতে চায় তখন তোমার কেমন লাগবে? আমি অর্থের বিষয়ে বলছি না, বলছি সময় ব্যয়ের কথা। তোমার যথাসম্ভব খারাপ লাগবে। কারও কারও আবার ভালোও লাগতে পারে। সেটা অন্য বিষয়। মূল বিষয় হচ্ছে নিজের পরিশ্রম নিজের জন্য। স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করলে সে যদি অনায়াসে তোমার পরিশ্রমকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করে তাহলে তার উপকার, তোমার নয়।‌ কথায় আছে-

কাউকে বসতে দিলে সে শুতে চায়।

মানুষের চাহিদার কোনো শেষ নেই। এমন কারও নিকট এতটা সস্তা হওয়া যায়না সে তার সম্মান রক্ষা করতে জানে না। একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয় নিজের সম্মান রক্ষার্থে।
একটা বিষয় হলো- তুমি যদি নিজে পড়াশোনার ক্ষেত্রে স্বার্থপর হতে পারো তাহলে তুমি সফল হবে ইনশাআল্লাহ্। তাহলে উন্নতি হবে জাতির, উন্নতি হবে দেশের। যদি বেঁচে থাকো তাহলে পরবর্তীতে দেশের মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতে পারবে। আর যদি নিজের পড়াশোনা বাদ দিয়ে বন্ধুর পড়াশোনা নিয়ে মাথা ঘামাতে যাও তাহলেই শেষ। নিজের স্বপ্ন পূরণে আরও একধাপ পিছনে পড়ে যাবে। ফলে জাতিরও উপকার হবে না, দেশেরও উপকার হবে না। শুধু বন্ধুর উপকার হবে যা অধিক ক্ষণস্থায়ী, কিছুদিন পরে সে তা ভুলে যাবে।

পরিশেষে বলতে চাই, স্বার্থপর ও পরোপকারী দুটোই যে জন হতে পারবে সে জনই মানুষ হয়ে সমাজে টিকে থাকতে পারবে।

Comments

    Please login to post comment. Login