কবিতা
চাই চাই চাই
অমল সরকার
আমি আমার ভালবাসার মানুষটাই
যাকে আমি সব সময় চাই চাই চাই
অন্য কিছু আমার তকাছে নাই নাই নাই।
তাকে ছাড়া আমি বাঁচি না এক দিন
হয়ে গেছে ওই রুপে মশগুল
ভুলতে পারিনা এক মূহুর্তের জন্য
তাইতো নিজেকে মানি ধন্য।
যেখানে যাই তাকে পাই চোখ বুজে
ভাবনায় কল্পনায় জল্পনায় দিব্যদৃষ্টিতে
তাকেই আমি এই জীবনে চাই চাই চাই।
52
View