
এটা তো শুধু চেয়ার নয়, এ যে ভাগ্যলিখন!"উপদেষ্টা হাসে, এক চোখে টেনে বলে-
'আমরাও আছি স্যার, পাশে, পিছে, তলে!
ভোট চাই আমরা, গদি চাই আমরা, আর যারা চায় জবাব,
তারা নাকি দাঙ্গাবাজ জঙ্গি-জামাত-তামাশা।"সংগঠনের ভাইপো বলে, 'চাচা ভোটে দাঁড়ান, আমি পাশের আসন চাই!"ভাবি বলেন, "আমার এনজিওটাও একটু ছাড়ান ভাই।'সিংহাসনের চারপাশে ঘোরে আত্মীয়-কুটুম্ব,
কেউ এনআইডি ঠিক করে, কেউ দেয় টেন্ডার নুম।ওদিকে, বিরোধী দলে নীরবতা-কে যেন গুনছে শুধুই হা-হতোবা।
পাঁপড়ি গুনে বলে, 'ভবিষ্যৎ ভালো হবে... হবে না... হবে... না...'দর্শক হাঁ করে চায়, এই কি তবে গণতন্ত্রের চিত্রায়ন?
নাকি তামাশার মঞ্চে চলছে
ছাড়া যাবে না ক্ষমতার সিংহাসন।