Posts

কবিতা

রাজা বলেন

July 9, 2025

মাসুদ হোসেন

55
View
রাজা বলেন,'ছাড়া যাবে না ক্ষমতার সিংহাসন! 
এটা তো শুধু চেয়ার নয়, এ যে ভাগ্যলিখন!"উপদেষ্টা হাসে, এক চোখে টেনে বলে-
'আমরাও আছি স্যার, পাশে, পিছে, তলে! 
ভোট চাই আমরা, গদি চাই আমরা, আর যারা চায় জবাব, 
তারা নাকি দাঙ্গাবাজ জঙ্গি-জামাত-তামাশা।"সংগঠনের ভাইপো বলে, 'চাচা ভোটে দাঁড়ান, আমি পাশের আসন চাই!"ভাবি বলেন, "আমার এনজিওটাও একটু ছাড়ান ভাই।'সিংহাসনের চারপাশে ঘোরে আত্মীয়-কুটুম্ব, 
কেউ এনআইডি ঠিক করে, কেউ দেয় টেন্ডার নুম।ওদিকে, বিরোধী দলে নীরবতা-কে যেন গুনছে শুধুই হা-হতোবা। 
পাঁপড়ি গুনে বলে, 'ভবিষ্যৎ ভালো হবে... হবে না... হবে... না...'দর্শক হাঁ করে চায়, এই কি তবে গণতন্ত্রের চিত্রায়ন? 
নাকি তামাশার মঞ্চে চলছে
ছাড়া যাবে না ক্ষমতার সিংহাসন।

Comments

    Please login to post comment. Login