পুরনো রেডিওটা"
গ্রামের এক কোণায় ছোট্ট একটি কুঁড়েঘর। সেখানে থাকতেন বৃদ্ধ আব্দুল কাকা। বয়স হয়েছে অনেক, চোখে ভালো দেখে না, কানে খুব একটা শুনতে পান না। কিন্তু একটা জিনিস তাকে প্রতিদিন আনন্দ দিত — তার পুরনো রেডিওটা।
সকালবেলা ঘুম থেকে উঠে তিনি রেডিও চালান। খবর শোনেন, গান শোনেন, মাঝে মাঝে পুরনো নাটকও চলে আসে — যা শুনে তিনি হাসেন, কাঁদেন, পুরনো দিনের কথা মনে করেন।
গ্রামের ছোট্ট ছেলেমেয়েরা প্রথমে ভাবতো, রেডিওতে কী এমন আছে! কিন্তু একদিন ঝড়ের রাতে বিদ্যুৎ চলে যায়, আর মোবাইল ফোনও নেটওয়ার্ক পায় না। তখন সবাই গিয়ে জড়ো হয় আব্দুল কাকার ঘরে।
তিনি রেডিওটা চালিয়ে দেয়েন। তাতে তখন একটা গল্প চলছিল, আর সবাই তা মন দিয়ে শোনে।
সেই রাতের পর থেকে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের সবাই মিলে আসে কাকার ঘরে রেডিও শুনতে। রেডিওটা আর শুধু কাকার ছিল না — সেটা হয়ে ওঠে পুরো গ্রামের স্মৃতি আর ভালোবাসার জায়গা।
চাইলে আমি এই গল্পটা আরো বড় করে দিতে পারি, অথবা অন্য ধরণের (ভুতুড়ে, হাসির, শিক্ষণীয়) গল্পও বলতে পারি। তুমি কোন ধরণের গল্প চাও?