জাহাজটা বিকট শব্দে বেজে উঠলো, টানা সাইরেন বাজিয়ে যাচ্ছে। নদীতে ছোট ছোট নৌকা গুলো যে যার মতোন সরে যাচ্ছে। এখানে ব্রিজ নেই। নদী পার হতে হয় ছোট ছোট নৌকায়, তাই সবসময় এখানে নৌকার জটলা লেগেই থাকে। ঘাট থেকে বেশ খানিকটা দূরের একটি বেঞ্চে মেয়েটি বসে আছে। এদিকে লোকজনের ভীড় কম। মৃদু বাতাস বইছে, আকাশ খানিকটা মেঘলা।
আপনি এখানে রোজ আসেন ?
প্রশ্নটি করে মাহিম মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসলো। যদিও এর কোনো মানে হয় না