Posts

গল্প

কোম্পানি বস আর বুদ্ধিমান ঝাড়ুদার

July 14, 2025

JINEDIN JIDAN

73
View

কোম্পানি বস আর বুদ্ধিমান ঝাড়ুদার

একদিন এক বড় কোম্পানির বস অফিসে ঢুকেই খুব রাগ করে বললেন, — “এই অফিসে কেউ ঠিকমতো কাজ করে না! আমি নিজেই সব ঠিক করবো।”

তিনি ভাবলেন, "সবার আগে নিচের ফ্লোরের ঝাড়ুদারটাকে বরখাস্ত করি!"

বস নিচে গিয়ে ঝাড়ুদারকে ডাকলেন। — “তুমি কয় বছর ধরে এখানে কাজ করছ?” — “২০ বছর, স্যার।”

বস বললেন, — “তোমার সার্টিফিকেট কোথায়?” — “কোনো সার্টিফিকেট নাই, স্যার। আমি তো লেখাপড়া করিনি।”

বস রেগে গিয়ে বললেন, — “তুমি সার্টিফিকেট ছাড়া ২০ বছর কাজ করেছো? এটা তো নিয়মবিরুদ্ধ! এখনি তোমাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো!”

ঝাড়ুদার চুপচাপ বের হয়ে গেল।

দুই মাস পর বস শুনলেন, সেই ঝাড়ুদার এখন একটা টিফিন সার্ভিস কোম্পানির মালিক! সে শহরের সেরা সার্ভিস দিচ্ছে।

বস অবাক হয়ে নিজেই গিয়ে তার সাথে দেখা করলেন।

— “তুমি তো চাকরি হারিয়েছিলে! এত বড় ব্যবসা কিভাবে করলে?”

ঝাড়ুদার হেসে বলল, — “স্যার, আপনি আমাকে বরখাস্ত না করলে আমি আজীবন ঝাড়ু মারতাম। আর এখন আমি নিজের কোম্পানির বস!”

বস চুপ...

 শিক্ষা: জীবনে কখনো ব্যর্থতা মানে শেষ নয়। অনেক সময় তা নতুন কিছু শুরু করার সুযোগ! আর হ্যাঁ, সবার মধ্যে একটা প্রতিভা থাকে — শুধু দরকার একটা ধাক্কা!

Comments

    Please login to post comment. Login