Posts

গল্প

এক কাপ চায়ের স্বপ্ন

July 14, 2025

JINEDIN JIDAN

74
View

 এক কাপ চায়ের স্বপ্ন

নাহিদা বেগম, ঢাকার এক অচেনা গলিতে ছোট্ট একটা চায়ের দোকান চালাতেন। স্বামী হঠাৎ মারা গেলে তিন সন্তান আর এক বুক দুঃখ নিয়ে শুরু করেন এক কাপ চায়ের ব্যবসা।

প্রথমে মানুষ হাসাহাসি করত। — “মহিলার চায়ের দোকান? চলে না এসব।”

কিন্তু তিনি হাল ছাড়েননি। রোজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দাঁড়িয়ে চা বানাতেন, হাসিমুখে কথা বলতেন, আর প্রতিটি কাস্টমারকে বলতেন — "ভালো থাকেন, আবার আসেন।"

দিনের পর দিন তার দোকানে ভিড় বাড়তে লাগলো। অফিসের লোক, শিক্ষার্থী, রিকশাওয়ালা — সবার প্রিয় হয়ে গেল সেই “নাহিদা আপার চা”।

একজন সাংবাদিক তার গল্প তুলে ধরলো পত্রিকায়। ভাইরাল হয়ে গেল!

এরপর এক বড় কোম্পানি তাকে চায়ের ব্র্যান্ড তৈরি করার প্রস্তাব দিল। এখন “নাহিদা'স টি” নামে তার চায়ের প্যাকেট পাওয়া যায় দেশজুড়ে।

এক কাপ চায়ের পেছনে ছিল তার অবিশ্বাস্য সাহস, পরিশ্রম আর স্বপ্ন

শিক্ষা: অবস্থা যত খারাপই হোক, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো

Comments

    Please login to post comment. Login