পোস্টস

গল্প

পথ শেষে যে পথ মিলেছে (প্রিমিয়াম)

২৬ মে ২০২৪

শাহী শুভ

মূল লেখক শাহী শুভ

বাসায় যাবো। শরীরটা ভালো ঠেকছে না। তোমার ভাবীর হাতের এক কাপ চা না খাওয়া পর্যন্ত মাথার শব্দটা যাবে না। আদা লেবু মিশিয়ে যা চা বানায় না, একদম অমৃত। এই বলে তৃপ্তি নিয়ে চোখ বন্ধ করলো পলাশ।
ভাই নামেন, চলে এসেছি।
বাসার সামনে নাকি ? তাই তো দেখা যাাচ্ছে।
আপনি যান, আমি এখানেই আছি।
তুমি আর থাকবে কেনো, চলেই তো এসেছি। ভাড়া কতো হলো ?
একটু পরেই যাই, এখন যেয়েই কী করবো ? সকালে আপনাকে অফিসে রেখে তারপর যাবো।
তারমানে এখানেই থাকবে ?
সেরকমই ইচ্ছে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।