Posts

গল্প

গ্রামের নাম বিলাসপুর (Premium)

May 26, 2024

শাহী শুভ

Original Author শাহী শুভ

0
sold
বেশ দূর থেকেই শিকদার বাড়ি দেখা যায়। উঁচু ফটক, ঝলমলে আলো, চারদিকে ষোলো ফুটের বিশাল বাউন্ডারি, বিদেশী হাউন্ড কুকুরের ফোঁসফোঁস শব্দ , সব মিলিয়ে এই বাড়ির মেজাজটাই আলাদা। শিকদার বাড়ির দরজা করিমের জন্য সবসময় খোলা। সদর দরজায় পাহারা থাকলেও কেউ করিমকে আটকানোর সাহস করলো না। সদর দরজা পেরিয়ে দোতলার পথে পা দেবে এমন সময় পেছন থেকে ডাক এলো,
করিম ভাই নাকি ! কী কামে ?
শিকদার বাড়ির প্রধান প্রহরি সাত্তার, লোকে সাত্তার ডাকু বলে ডাকে। বেশ মোটাসোটা, লাল চোখ, জাবর কাটার মতোন সারাদিন পান চিবিয়েই যাচ্ছে, দেখলেই ভয়ে গা শিউরে উঠে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login