- জীবনের বেদনার বাণী: সুজন দাসের লিপিকথা

১. আজ ভাবছি — আমি কে? আমি কেন বেঁচে আছি?
জীবনের উদ্দেশ্য খুঁজছি, আর সেই খোঁজে অনেক প্রশ্ন জন্মে।
২. মুখে হাসি থাকলেও, মনের ভেতর ব্যথা লুকিয়ে থাকে।
কখনো সেটা কেউ বোঝে না, কখনো নিজেও বুঝতে পারি না।
ঊ
৩. আমরা অনেকেই আছি যারা নিঃশব্দে নিজের সন্ধানে আছি।
একসাথে এই যাত্রা চলুক, তুমি আমায় বলো আমি লিখে রাখি।
৪. বেদনা আমাদের গঠন করে, প্রশ্ন আমাদের পথ দেখায়।
এই কষ্টেই লুকিয়ে থাকে এক নতুন শক্তি।
---
সুজন দাস