Posts

গল্প

কনে বদল

July 19, 2025

Suborna Khatun

55
View

রিতা চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে । সে খুবই দুষ্ট ও চাঞ্চল্যকর মেয়ে ছিল । কিন্তু সে খুবই পরোপকারী । সে একদিন তার বাবার সাথে তার বাবার বন্ধুর গ্রামের বাড়িতে যায় ।  সে গ্রাম দেখার জন্য খুবই উৎসাহী ছিল । গ্রামে তার দিন ভালই কাটছিল । হঠাৎ রিতার বাবা জানায় তার বন্ধুর ছেলের সাথে রিতার  বিয়ে ।  রিতা অবাক হয়ে যায় । ছেলেটির নাম ইমন । রিতা ইমন কে বিয়ে করতে চায় না কিন্তু তার না বলার সাহস নেই । তাই রিতা ইমন এর সাথে কথা বলে , ইমন ও জানায় সে তাদের গ্রামের এক মেয়ে নিপা কে ভালোবাসে কিন্তু তার ও তার বাবাকে বলার সাহস নেই । দুজনেই চিন্তায় পরে যায় ।  অবশেষে কোনো উপায় না পেয়ে দুজনেই বিয়েতে রাজি হয়ে যায় । 

বিয়েতে আত্মীয় স্বজন সবাই আসে এবং নিপা ও আসে ।  বিয়ের দিন সবাই খুব আনন্দ করে নিপা আর রিতা ও শুধু ইমন ছাড়া । ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ করা হয় । ইমন বাসর ঘরে যাওয়ার আগে চারিদিকে নিপা কে খুঁজে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না । তাই সে মন খারাপ করে রাত 12 টা তে  ঘরে যায় এবং সোফায় ঘুমিয়ে পড়ে । সকালে বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দে ইমন এর ঘুম ভাঙ্গে । সে বাইরে এসে দেখে নিপা বউ সেজে বসে আছে কিন্তু রিতা কে কোথাও দেখা যাচ্ছে না । ইমন জানতে চায় কি হয়েছে ?

তখন নিপা বলে কাল কে বিয়ের পিঁড়িতে বউ সাজিয়ে নিপা কে বসিয়ে দিয়ে রিতা পালিয়ে গেছে । কোথায় গেছে কেউ জানে না । তখনই রিতার মা আসে বলে রিতা এই মাত্র এসএমএস দিয়েছে সে শহরে চলে গেছে কারণ রিতা এই ছেলে কে বিয়ে করতে চায় না । 

Comments

    Please login to post comment. Login