Posts

কবিতা

রংপুরে জাগরণ

July 19, 2025

Aminul Imran

56
View

রংপুরে জাগরণ

  • শীতল ভোরের কৃপণে
    রঙিন আকাশ জেগে ওঠে।
    নীল-কমল-সোনালি ছোঁয়ায়
    স্বপ্নেরা মিশে ওঠে চোখে।
  • পাখিরা করে মৃদু গান
    আকাশে ছড়িয়ে মধুর সুর,
    প্রতিটি নিশ্বাসে দোলা
    রূপোলি শুভ্র-পুর।
  • তুমি হাঁটো ভিজে ভিজে,
    গ্রামের পথে মাটি-সুগন্ধে,
    তোমার পায়ে ফোটে হাসি
    জীবনের অজস্র অঙ্গণে।
  • দূরের গাছ-ঝাঁপেটে
    থাকি আলো-ছায়ার খেলা,
    সময় যেন থেমে যায়
    এই হৃদয়ের মেলা।
  • আবার সূর্য ওঠে ধীরে ধীরে,
    আলোর নৌকা ভেলা করে দিগন্তে,
    তোমার পথে মিশে থাকা
    আনন্দ-বন্দরে নানা গান গেয়ে উঠে।
  •  
  • aminul islam…..

Comments

    Please login to post comment. Login