গোমতীর জলে সাতরে বেড়াও
গোমতি নদীর মেয়ে।
এদিক ওদিক দাপিয়ে বেড়াও
ছোট্ট ডিঙ্গি নায়ে।
তোমায় কেমন আগলে রাখে
গোমতীর বালুচর।
ঝড়বাদলে জলোচ্ছ্বাসে
লাগে না আঁচড়।
গোমতির জল সদা তোমায়
সতেজ করে রাখে।
মনের ক্ষত দাও বিলিয়ে
গোমতী নদীর বাঁকে।
গোমতীর জলে সাতরে বেড়াও
গোমতি নদীর মেয়ে।
এদিক ওদিক দাপিয়ে বেড়াও
ছোট্ট ডিঙ্গি নায়ে।
তোমায় কেমন আগলে রাখে
গোমতীর বালুচর।
ঝড়বাদলে জলোচ্ছ্বাসে
লাগে না আঁচড়।
গোমতির জল সদা তোমায়
সতেজ করে রাখে।
মনের ক্ষত দাও বিলিয়ে
গোমতী নদীর বাঁকে।