Posts

নন ফিকশন

বুম! কমিকস ( সংখ্যা ১২ )

July 21, 2025

ওয়াসিম হাসান মাহমুদ

Original Author ‌ওয়াসিম হাসান মাহমুদ

69
View

হরর সিজনের দ্বিতীয় কিস্তি হাতে এলো গত বৃহস্পতিবারে The Business Standard পত্রিকার সাথে। বুম! কমিকস ম্যাগাজিনের পর্ব ১২ চলমান।

অনেকে রিভিউ পড়ার পর‌ও জিজ্ঞেস করেন, "কীভাবে পাবো?" "কোথায় পাবো?" "কোন পত্রিকার সাথে?" আদৌ কি রিভিউ তারা মনযোগ দিয়ে পড়েন?

প্রতি বৃহস্পতিবারের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাথে বাংলা ফ্রি ৩২ পৃষ্ঠার কমিক্স ক্রোড়পত্র পাবেন আগ্রহীরা‌। হকারকে বলে রাখুন অথবা পত্রিকা স্ট্যান্ডে খোঁজ নিন। তাও সম্ভব না হলে Boom Comics TBS পেইজের সাথে যোগাযোগ করতে পারেন কিউরিয়াস রিডাররা। 

🙂

প্রথমেই অল্পবয়সি যুগলবন্দি দুজনের ভূত বিষয়ক ফ্যান্টাসির সাথে দেখা মিলবে মাহাতাব রশীদ ও আদ্রিতা কবিরের 'মামলেট'এর মাধ্যমে। ভয় পাওয়ার আগে কমিক রিলিফ পেতে যাচ্ছেন পাঠকরা। 

ফাহিম রেজোয়ান রাবিদের 'কেমন আছি?' কমিক্স স্ট্রিপে মানুষের অন্তর্গত প্রচন্ড ভয়ের উন্মোচন হয়েছে। মনস্তাত্ত্বিক কিন্তু সংক্ষিপ্ত এ গল্প মনে দাগ কাটার মতোই এবং প্রাসঙ্গিক। 

হরর সিজনের সম্পূর্ণ কমিক্স গল্প সাফায়েত সাগরের 'ছালাবুড়ি' পাঠকের সাথে এমন এক ভৌতিক পরিস্থিতির দেখা করিয়ে দেয় যেখানে ঐতিহাসিক ট্র্যাজেডি উঁকি মেরে গেছে। অঙ্কনে শিল্পী ক্ষুদ্র ও সূক্ষ্ম ভয়ের উপাদানগুলি অত্যন্ত যত্নের সাথে দেখাতে পেরেছেন। 

বুম! ম্যাগাজিনের প্রতি সপ্তাহের আয়োজনে থাকে বিখ্যাত কোন কমিক্স গল্পরেখার পাঠ-পর্যালোচনা। আহমেদ আরাফ 'মানুষের মাটিতে দেবতার শেষ বছর'এ অল স্টার সুপারম্যানের ১২ পর্বের অন্তর্নিহিত দর্শন এবং অঙ্কনশৈলীর সমান্তরাল যাত্রার এক চমৎকার আলোচনা করেছেন। অবশ্য হরর সিজনে ভৌতিক স্টোরিলাইনের রিভিউ পেলে আরো জমতো। 

বেসিক আলী সুপারহিরোর এ পর্বে শাহরিয়ার মনযোগ দিয়েছেন আপাতদৃষ্টিতে ভৌতিক ভিলেন টাউয়ার চরিত্র নির্মাণে। সুপারপাওয়ার প্রাপ্ত বেসিকের সাথে ভিলেনের ব্যাটলের অপেক্ষায় আছে রিডাররা। 

অরিন্দম কুন্ডু এই প্রথম একটু বিস্তারিত কাজ করেছেন হরর সিজন উপলক্ষে 'ফুলী'তে। ফুল নিতে গিয়ে এক শিশুর কী হয় তা ট্র্যাজিক ভঙ্গিমায় শো করেছেন শিল্পী। 

বুমে আমার সবচেয়ে প্রিয় সিরিজ ফাহিম আনজুম রুম্মানের লেখা ও আঁকা এবং প্রান্ত ঘোষ দস্তিদারের ভাষান্তরে 'চন্দ্রাবতী'র এখন পর্ব ১২ চলছে। ইংরেজদের হাত থেকে সেই ঘাটি দখল করার জন্য অনু দলবল নিয়ে ফিরছেন সেই চন্দ্রার আশ্রয়স্থলে। অঙ্কন, গল্পকথন এবং হরর সিজনের প্রতি হাল্কা নড দেয়ার ব্যাপারটা ভালো লেগেছে। 

শেষটা হয়েছে আবার একজন ছাত্রীর ঢাকার রাস্তায় ইউনিভার্সিটি পৌছানোর বিড়ম্বনা নিয়ে। এক‌ই থিমের পাজল‌ও অঙ্কন করেছেন নাতাশা জাহান 'মহামায়া Games ৩'এ। 

বুম! কমিকস ম্যাগাজিন যেভাবে প্রতি সপ্তাহে কাজ করে যাচ্ছে, যত্ন, সূক্ষ্মতা, ধারাবাহিকতা এবং কমিক্স মাধ্যমের গুরুত্বকে পাঠকের উপলব্ধির রাডারে পৌছে দিতে, সেই প্রচেষ্টার প্রশংসা করতে হয়। 

কমিক্সের ফলোয়াররা আমার রিভিউটি শেয়ার করতে পারেন। স্প্রেড দ্য ওয়ার্ড। 

ব‌ই রিভিউ

নাম : বুম! কমিকস ( সংখ্যা ১২ )

সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ

প্রচ্ছদ : আরহাম হাবীব

প্রকাশনা : The Business Standard

রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।


 

Comments

    Please login to post comment. Login