বেশ আয়োজন করেই রঞ্জন আজ লিখতে বসেছে। রঞ্জন- পুরো নাম রঞ্জন চৌধুরী। ইতিমধ্যেই এ শহরে লেখক হিসেবে মোটামুটি পরিচিত। কতটা ভালো লেখে সে তা জানে না। কিন্তু একটা জিনিস প্রায়ই খেয়াল করে যে কোনো পত্রিকাই তার লেখা ফিরিয়ে দেয় না। দু’একটা পত্রিকার অতি উৎসাহী সাহিত্য সম্পাদক আবার মাঝে মাঝে নূতন লেখার জন্য ফোনও করে। মাঝে মাঝে তার ইন্টারভিউ নেয়- তাকে গোলটেবিল বৈঠকে ডাকে। এগুলো সে বেশ উপভোগ করে। যদিও এ নিয়ে সে আত্মঅহমিকায় ভোগে না। তাই লেখক হিসেবে সে নিজেকে কখনও আলাদা শ্রেণিতে ফেলতে চায় না। স্বাভাবিক জীবনযাপনেই সে অভ্যস্ত। সকাল আটটায় অফিসে যাওয়া- রাত ন’টায় বাসায় ফেরা। মাঝে মাঝে কিছু আইডিয়া আসলে কম্পিউটারে বসা- ব্যস।