তিরানার রক্তলাল চোখদুটো বিভৎস ভাবে কোটর থেকে বেরিয়ে আসে, মুহূর্তেই সুন্দর মুখটা কুৎসিত হয়ে যায়। তার এক চোখ সম্পূর্ণ কোটরাগত অন্য চোখ হতে তীক্ষ্ণ নীলাভ আলো বের হচ্ছে। সেই আলোর ছটায় মেরি আপুর মুখ নীলচে কালো হয়ে যায়, তীব্র যন্ত্রণায় ছটফট করছে মেরি আপু আর তিরানা আপু হো হো করে হাসতে থাকে। বাইরে তুমুল ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি আর ভিতরে তিরানা আপুর অট্টহাসির মাঝে মেরি আপুর ক্ষীণ আর্তনাদ চাপা পড়ে যায়।
ভীত সতন্ত্র রিমু তিরানা আপুকে ভালোভাবে বোঝার আগেই তীব্র এক ঝটকায় দূরে গিয়ে পড়ে। ফ্লোরে মাথাটা ঠুকে যায়। জ্ঞান হারানোর আগমুহূর্তে তিরানা আপুকে চাকু হাতে মেরি আপুর বুকের উপর বসতে দেখে সে। ধারাল চকচকে চাকুটা যেন এক্ষুনি বুকটা এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে যাবে।