এত সুখ, এত আশা — কেন এত মনে ভালোবাসা?
কিসের আশায় বাঁধলাম মনে এই দুঃখের বাসা?
এসেছি ভবে, আর কতকাল থাকবো রবে?
যাব এবার নিশ্চুপ চলে,
তাহলে কি মিছে আশা — থাকবো ভবে রয়ে?
ভবের মায়ায় থাকলাম মজে,
পেলাম না ভালোবাসার মন।
আপন যারা ছিল কাছে,
পেলেও তারা চলে গেছে।
এভাবে বেঁচে থাকবো আর কতক্ষণ?
কিসের আশায় থাকি বেঁচে?
তাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি।
নিজের প্রতি ছিল বিশ্বাস,
হারিয়ে যাবে কবে নিঃশ্বাস...
তাহলে কাকে করি বল, বিশ্বাস?