কত কত বই পুড়লো, পুড়লো কত স্বপ্ন।
চোখের সামনে বুকের মানিক পুড়ে হলো ভষ্ম।
পুড়ে গেলো সম্ভাবনা বুকে পাথর চাপা।
এমন শোকের পাহাড় বলো কোন স্কেলে যায় মাপা।
লাশের গন্ধে কালো ধোঁয়ায় বাতাস হচ্ছে ভারী।
বাঁধ মানে না আকাশ কাঁপা মায়ের আহাজারি।
বাবার চোখে জল ঝরে না স্তব্ধ নীরবতা।
নির্বাক বোবা পাথর কোথায় আটকে গেছে কথা।
স্কুল ব্যাগ কাঁধে, স্কুল শেষে ফিরবে না আর ছেলে।
করবে না আর ছুটাছুটি লেখাপড়া ফেলে।
আসবেনা আর অবুঝ শিশু শত আব্দার নিয়া।
এক নিমিষে ধ্বংস যে তার সাজানো দুনিয়া।