"আকাশ ভেঙে পড়ল ক্লাসরুমে"
আকাশে উড়ছিলো এক প্রশিক্ষণ পাখি,
হঠাৎ থেমে গেলো তার গতি।
মাইলস্টোনের ছাদে সে ঝাঁপ দিলো,
শিক্ষার্থীদের স্বপ্ন ছিন্নভিন্ন হলো।
চিৎকার, ধোঁয়া, আগুনের ছোঁয়া,
শিশুদের চোখে শুধুই ভয় আর কাঁদা।
কলেজের মাঠে ছড়িয়ে পড়ল রক্ত,
শিক্ষার আলো ঢেকে গেলো অন্ধকারে।
মা খুঁজে ফেরে তার ছেলেকে,
বইয়ের ব্যাগে আজ নেই কোনো লেখে।
শিক্ষকের চোখে জল, কণ্ঠে স্তব্ধতা,
এই কি ছিলো আমাদের ভবিষ্যতের কথা?