Posts

বাংলা সাহিত্য

আন্দোলনের পটভূমিতে বাংলা সাহিত্য

May 29, 2024

জিসান আকরাম

Original Author জিসান আকরাম

120
View
  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

১. “দুর্গেশনন্দিনী” 
ষোড়শ শতকের শেষে উড়িষ্যার অধিকার নিয়ে ৯৯৭ বঙ্গাব্দে মোগল - পাঠানদের আন্দোলনের পটভূমিতে রচিত।

২. “চন্দ্রশেখর” 
মীরকাশিম ও ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দ্বন্দ্বের পটভূমিকায় কাল্পনিক প্রেম কাহিনী প্রাধান্য পেয়েছে।

৩. “আনন্দমঠ” 
৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি রচিত।


          রবীন্দ্রনাথ ঠাকুর 

১. “ঘরে-বাইরে” 
স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত।

২. “চার অধ্যায়” 
 উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের কথা ফুটে উঠেছে।




         
       বলাইচাঁদ মুখোপাধ্যায়

 ১. “অগ্নি” 
আগষ্ট আন্দোলনের পটভূমিকায় উপন্যাসটি রচিত।

২. “স্বপ্নসম্ভব” 
স্বাধীনতার প্রাক মুহূর্তের হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিকায় রচিত।



        মানিক বন্দ্যোপাধ্যায় 

১. “ছোট বকুলপুরের যাত্রী” 
 তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।

২. “স্বাধীনতার স্বাদ” 
 ১৯৪৬ খ্রিষ্টাব্দের দাঙ্গার পটভূমিকায় উপন্যাসটি রচিত।

৩. “হারানের নাতজামাই” 
তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।


        সতীনাথ ভাদুড়ী 

১. “জাগরী” 
উপন্যাসটি আগষ্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত।

২. “চিত্রগুপ্তের ফাইল” 
 বলীরামপুর জুট মিলে ট্রেড ইউনিয়নের আন্দোলনের ঘটনা অবলম্বনে উপন্যাসটি রচিত।




           সমরেশ বসু 

১. “আদাব” 
তাঁর এই প্রথম গল্পটি ঢাকার সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিকায় রচিত।

২. “উত্তরঙ্গ” 
মহাবিদ্রোহের পটভূমিকায় উপন্যাসটি রচিত।

 ৩. “মহাকালের রথের ঘোড়া” 
নকশালপন্থী আন্দোলন থেকে যে রাজনৈতিক আন্দোলনের জন্ম সেই পটভূমিকায় উপন্যাসটি রচিত।

৪. “সুচাঁদের স্বদেশ‌ যাত্রা” 
দেশভাগের পটভূমিতে রচিত।



        মহাশ্বেতা দেবী 

১. “ঝাঁসীর রাণী” 
 তাঁর এই প্রথম উপন্যাসটি মহাবিদ্রোহের পটভূমিকায় রচিত।

২. “অমৃত সঞ্চয়” 
 সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি রচিত।

৩. “আঁধার মানিক” 
১৮ শতকের বর্গী আক্রমনের পটভূমিকায় উপন্যাসটি রচিত।

৪. “সতী” 
 সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি রচিত।

৫. “হাজার চুরাশির মা” 
উপন্যাসটি নকশাল আন্দোলনের পটভূমিকায় রচিত।

৬. “চম্পা” 
তাঁর এই গল্পটি মহাবিদ্রোহের পটভূমিকায় রচিত।




      সমরেশ মজুমদার 

১. “কালপুরুষ” 
 নকশালপন্থী আন্দোলনকে কেন্দ্র করে রচিত।



       সুনীল গঙ্গোপাধ্যায় 

১. “সেই সময়” 
 সিপাহী বিদ্রোহের পটভূমিকায় রচিত।

২. “পূর্ব-পশ্চিম” 
 দেশভাগের পটভূমিকায় উপন্যাসটি রচিত।


         অতুলকৃষ্ণ মিত্র 

১. “নির্বাসিত দীপ” 
 মহাবিদ্রোহের পটভূমিকায় লেখা এটি প্রথম নাটক।


            গিরিশচন্দ্র ঘোষ 

১. "সিরাজদ্দৌলা" 
স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত।

২. “মীরকাশিম” 
স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত।



        দ্বিজেন্দ্রলাল রায় 

১. “রাণাপ্রতাপ সিংহ” 
 স্বদেশী আন্দোলনের পটভূমিতে নাটকটি রচিত। 



        সুধীন্দ্রনাথ দত্ত 

১.“সংবর্ত” 
কাব্যগ্রন্থটি দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় রচিত।



Comments

    Please login to post comment. Login