যে গান সখি গাও গো তুমি ভোরে,
আমার কোকিল সুর মেলায় সে সুরে।
তুমি! ঘরে থাক যে রোদ খানা দেখে,
আমি! বেঁচে থাকি সে রোদ গায়ে মেখে।
তোমার গানে, তোমার রোদে আমি,
চাষ করে যাই উর্বরা সেই জমি।
আমি ফসল ফলাই হাড়ভাঙা শ্রম খেটে
তুমি পরাণ ভর মাঠের সবুজ দেখে।
তোমার আমার মাঝে এতো টুকুই মিল,
আমার তৃষ্ণা মেটায় তোমার পদ্ম ফোটা ঝিল।