দারোগা মুস্তাকঃ কিরে এতো রাইতে বাজারে কি ?
বিলালঃ দোকানে একটু কাম আছিলো সার। হের লাইগা দেরী হইয়া গেলো। হেইয়ার উপরে আবার বিস্টি...
দারোগা মুস্তাকঃ যা যা জলদি বাড়িতে যা। দিনকাল ভালো না
বিলাল দ্রুত হাঁটতে শুরু করে। বাজার পেড়িয়ে বটতলার কাছাকাছি আসতেই বাজারের দিক থেকে একটা চিৎকার ভেসে আসে। বিল্লালের মনে হয় কেউ গোঙাতে গোঙাতে কাঁদছে। কিন্তু কুকুরটা কাঁদছে নাকি পাগলা জগা সেটা বৃষ্টির শব্দে নিশ্চিত হতে পারেনা বিলাল শেখ।