পোস্টস

গল্প

নয় নাম্বার প্লাটফর্ম (প্রিমিয়াম)

৩০ মে ২০২৪

Sahadat Russell

মূল লেখক শাহাদাত রাসএল

কিরে শুয়ারেরবাচ্চা কয়ডা ডাক দিছি কানে যায়না ?

কথাটা বলেই কুলি সর্দার বদরুল মিয়া চিকনার মাথায় একটা থাপ্পড় দিলো। দৃশ্যত চিকনাকে রেলস্টেশনের দক্ষিণ পাশের এই লোহার পিলারের সাথে আমরা বসে থাকা অবস্থায় দেখলেও চিকনা এখানে ছিলোনা। চিকনা যখন গাঁজায় দম দেয় তারপর অনেকটা সময় ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এই ঘুরে বেড়ানোটা পুরোটাই কাল্পনিক। যেমন এখন এই ব্যস্ত রেলস্টেশনে বসে বসে ও লক্ষ্মীর সাথে ফুলশয্যার কলাকৌশল নিয়ে ব্যস্ত ছিলো। বদরুলের থাপ্পড়টা ওকে আচমকা টান দিয়ে ফুলশয্যা থেকে ধুলশয্যায় নামিয়ে আনলো। তিরিক্ষী মেজাজে চোখ খুলে চিকনা একটা গালি দিতে গিয়েও বদরুলকে দেখে নিজেকে সামলে নিলো। কালা মাসুদ হলে গালিটা দিয়ে যুৎ পেতো চিকনা। আপাতত থাপ্পড় হজম করে তাকিয়ে রইলো বদরুলের দিকে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।