তুমি জানো তোমাকে আমি কেনো এতো ভালোবাসি ? তোমার এই লাজুক সরলতার জন্যই। তুমি বেশি পড়াশোনা করোনি এটা আমার জন্য ভালোই হয়েছে
শিউলি অবাক হয়ে যায়
কেনো ?
বেশি পড়াশোনা করলে তুমিও শহরের শিক্ষিত মানুষের মতো চতুরতা শিখে যেতে। মুখোশ পড়তে শিখে যেতে
ধুর শিক্ষিত মাইনশে কি মুখোশ পড়ে নাকি ? মুখোশ তো পড়ে আমাগো গ্রামের যাত্রাপালায় বাঘের অভিনয় করা সাদেক ভাই
তুমি শহুরে মানুষের মুখোশের গল্প জানোনা শিউলি। যখন তুমি আমি বিয়ে করে শহরে ঘর বাঁধবো তখন জানতে পারবে
শিউলি লজ্জায় লাল হয়ে ওঠে। ওর মুখে আর কোন কথা আসেনা।
This is a premium post.