Posts

গল্প

খেলা অথবা জীবনের গল্প (Premium)

May 30, 2024

মাহবুব ময়ূখ রিশাদ

Original Author মাহবুব ময়ূখ রিশাদ

শীর্ণকায় একটা ছেলে গোল করে লাফ দিয়েই উঠে পড়ল রোনালদিনহোর কোলে। ধারাভাষ্যকার বললেন, রিমেম্বার দা নেইম লিওনেল মেসি।

তাহিরও গোলটা দেখে লাফ দিয়ে উঠল। শুয়ে ছিল ড্রয়িং রুমে, মনের একটা অংশ চেষ্টা করছিল ঘুমানোর, তবে চোখ ছিল টিভিতে। বাসায় ডিশ এসেছে বেশিদিন হয় নি। রাত ১২টা পার হয়েছে। টিভির ভলিউম কমিয়ে ঘুমহীন চোখেই দেখছিল খেলা।

মেসিকে নিয়ে কয়েকদিন ধরেই লেখালেখি হচ্ছে পত্রিকায়। আর্জেন্টিনার প্লেয়ার। অনেকে বলছে নতুন ম্যারাডোনা। তাহির অবশ্য এসব বিশ্বাস করে না। কত ম্যারাডোনার কথা শোনা যায় এমন। ওর্তেগা ঢুঁস মেরে যে ৯৮ এর বিশ্বকাপটা ফেলে দিলো তারপরের বিশ্বকাপেও বিয়েলসা এসেও আর্জেন্টিনা বাদ পড়ল প্রথম রাউন্ড থেকে, সেই কথা তাহির ভুলতেই পারে না। ঐ ছোট বয়সেই কত অপমান দেখা হয়ে গিয়েছিল ওর।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login