প্রিয় জান,
তুমিই আমার জীবনের আলো,
তোমার হাসিতে মুছে যায় সব কালো।
তোমার চোখে যে স্বপ্ন দেখি আমি,
তুমি ছাড়া কিছুই মনে হয় না সঠিক।
তোমার হাতের স্পর্শে, আমি হারিয়ে যাই,
তুমি থাকলে সব কিছুই যেন ঠিক হয়।
ভালোবাসা তোমার, হৃদয়ে এক অমল ধার,
তোমায় ভালবাসি, প্রিয় জান, সারাক্ষণ আমার।
187
View