Posts

গল্প

পদ্ম ফুল 🌷

August 5, 2025

farddin on fire

130
View

নিলয় একদিন নদীর ধারে হাঁটতে হাঁটতে হঠাৎই দেখে এক জায়গায় প্রচুর পদ্ম ফুল ফুটে আছে। প্রতিটি ফুল যেন তার ভালোবাসার প্রতিচ্ছবি। ঠিক তখনই সে দেখে মেঘলা সেখানে বসে, চুপচাপ ফুলগুলো দেখছে। নিলয় ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটি পদ্ম ফুল তুলে মেঘলার দিকে বাড়িয়ে দেয়। মেঘলা হেসে বলে, "তুমি জানো, পদ্ম আমার প্রিয় ফুল?" সেই মুহূর্তেই নিলয় বলে ফেলে, "তুমি আমার প্রিয় মানুষ।" মেঘলার চোখে জল এসে যায়, তবে সে হাসে—ভালোবাসায় ভরা এক নিঃশব্দ সম্মতিতে। নদীর পাশে, পদ্ম ফুল আর ভালোবাসার সাক্ষী হয়ে থাকে চিরদিনের মতো।

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 4 months ago

    এতটা ছোট কেন? বেশ ভালো