পাঁচ বছর ধরে আমি আটলান্টিক পত্রিকায় ‘বাই হার্ট’ সিরিজের জন্য লেখকদের সাক্ষাৎকার নিতে গিয়ে দেখেছি, কিছু কথা লেখকদের মুখে ঘুরে ফিরে আসছে। সেগুলোকে উপেক্ষা করা যায় না। কাজটি করতে গিয়ে আমি বৈচিত্র্যময় ১৫০ জন লেখকের সান্নিধ্যে এসেছি। সংখ্যাটিকে বড়ই বলতে হবে। ফলে এগুলো থেকে কিছু সিদ্ধান্তে আসাই যায়। আপনার লেখার প্রক্রিয়া যতই অপ্রচলিত হোক বা রূপকল্পনা যতই অভিনব হোক, ডজন ডজন সাক্ষাৎকারে ফিরে ফিরে আসা আইডিয়াগুলো আপনার জন্য সহায়ক হবে বলেই আমি মনে করি।