Posts

গল্প

সাফল্যের চাবিকাঠি"

August 8, 2025

Ndudv Beuev

49
View

পড়াশোনা – তোমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ

পড়াশোনা কোনো বোঝা নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ।
আজ তুমি যা শিখছো, কাল সেটাই তোমার জীবনের পথ তৈরি করবে। কিন্তু সমস্যা হলো—আমাদের অনেকেই এই সময়টাকে অপচয় করে ফেলে। বইয়ের পাতা উল্টানোর বদলে ফোনের স্ক্রিনে ডুবে থাকি, নতুন কিছু শেখার বদলে আড্ডা আর সময় নষ্টে মগ্ন থাকি।

মনে রেখো—
📌 আজ তোমার হাতে সময় আছে, শক্তি আছে, সুযোগ আছে।
📌 এই সুযোগ একবার হারালে আর ফিরে আসবে না।
📌 তুমি যদি আজ পড়াশোনায় মন দাও, একদিন তোমার নাম সফলদের তালিকায় থাকবে।

তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কীভাবে শুরু করেছিল? তারা প্রথমে নিজেদের জ্ঞান বাড়িয়েছে, শেখার জন্য সময় দিয়েছে। কারণ জ্ঞানই হচ্ছে সেই চাবি, যা সাফল্যের সব দরজা খুলে দেয়।

তোমার মা-বাবা তোমাকে পড়াচ্ছে শুধু পরীক্ষায় পাস করানোর জন্য নয়, বরং জীবনে পাস করানোর জন্য। তারা চায় তুমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারো, যেন মানুষের মতো বাঁচতে পারো, যেন অন্যের কাছে হাত পাততে না হয়।

তাই ভাই/বোন, আজ থেকেই প্রতিদিন অন্তত কিছু সময় পড়াশোনার জন্য রাখো। নতুন কিছু শেখো—হোক তা বই থেকে, হোক অনলাইনে।
তুমি যত বেশি জানবে, তত বেশি বেড়ে উঠবে।
আর মনে রেখো—শিক্ষা এমন এক সম্পদ, যা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।

Comments

    Please login to post comment. Login