অকাল
যে বৃষ্টি নামার আগে আকাশে থমকে থাকে,
সে কি জানে—
মাটির ফাঁটে কত তৃষ্ণা জমে আছে?
যে ফুল ফুটবার আগে ঝরে যায়,
তার কি অভিমান রঙের কাছে?
নাকি সুগন্ধের প্রতিশ্রুতি ভেঙে
হাওয়ার স্রোতে হারিয়ে যায়?
মানুষও কি এমন নয়?
স্বপ্নগুলো পাকাপাকি হবার আগেই
হঠাৎ ঝরে যায়—
সময়ের ডাল ভেঙে,
অনিঃশেষ শূন্যতার গহ্বরে।
অকাল—
শুধু একটা শব্দ নয়,
এ এক অসমাপ্ত গল্পের নাম,
যেখানে শেষের আগে শেষ এসে দাঁড়ায়।