Posts

বিশ্ব সাহিত্য

আজ রাতে তোমরা যারা ঘুমিয়ে

May 30, 2024

তানভীর হক

Original Author বিক্রম শেঠ

Translated by তানভীর হক

আজ রাতে তোমরা যারা ঘুমিয়ে
যাকে তুমি ভালোবাসো তার থেকে দূরে
হাত নেই বামে ডানে 
শূন্যতা ঊর্ধ্বে

জেনে রাখো তুমি নও একা 
সারাবিশ্ব নিয়েছে তোমার অশ্রুর ভাগ
দুই রাতের জন্য কেউ এক রাতের জন্য কেউবা 
আবার কেউ নিয়েছে শতভাগ 

['All You Sleep Tonight' ১৯৯০ সালে প্রকাশিত ভারতীয় ঔপন্যাসিক ও কবি বিক্রম শেঠের (১৯৫২- ) লেখা কাব্য সংকলন। বিক্রম শেঠের লেখা কবিতাগুলো কীভাবে কবিতা লিখতে হয় তার একটা রেফারেন্স হিসাবে বিবেচিত হয়। সংকলনের নাম কবিতা 'আজ রাতে তোমরা যারা ঘুমিয়ে' খুব সহজে বোধগম্য ইংরেজি ভাষায় লেখা। এটি অত্যন্ত গভীর এবং মর্মস্পর্শী কবিতা, যার একটি সর্বজনীন বার্তা রয়েছে। এই কবিতাটি সহজেই পাঠকের সাথে সংযোগ স্থাপন করে বলে, জীবনের যাত্রাপথে আমরা কেউ একা নই। কবিতাটি মজাদার, অকপট, গীতিমূলক এবং অত্যন্ত শৈল্পিক। কবিতায় বেদনার কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা জীবন সংস্কৃতিরই প্রকাশ।]

Comments

    Please login to post comment. Login